জেটিআই'তে এর গুরুত্ব কী?
ইনসাইডার ডিলিং বলতে বুঝায় ব্যক্তিগত মুনাফার স্বার্থে তৃতীয় পক্ষের সাথে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য শেয়ার করা। অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে সুপারিশ করাও এর আওতায় পড়ে। অভ্যন্তরীণ তথ্য হলো যেকোন অ-সর্বজনীন (সকলের জন্য উনাক্ত নয় এমন) তথ্য, যেটা প্রকাশিত হলে কোম্পানির নিরাপত্তার উপর বিশেষ প্রভাব পড়তে পারে। অভ্যন্তরীণ তথ্যের মধ্যে আছে আর্থিক ফলাফল, মুনাফা ঘোষণা, শেয়ার ক্রয়-সংক্রান্ত বিষয়াবলী, বৃহৎ সম্প্রসারণ পরিকল্পনা, প্রস্তাবিত সম্মেলন এবং অধিগ্রহণ বা কর্তৃত্ব গ্রহণ।