জেটিআই'তে এর গুরুত্ব কী?
আমাদের গ্রাহক, সরবরাহকারী, উৎপাদনকারী, তামাক পাতা ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর এবং অন্যান্য পক্ষ, যাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে সকলেই আমাদের ব্যবসায়িক অংশীদারের আওতাভুক্ত।
আমাদের যেকোন ব্যবসায়িক অংশীদার কর্তৃক কোন অনৈতিক আচরণ আমাদের সুনামে প্রভাব ফেলতে পারে। আমরা সর্বোচ্চ নৈতিকতা বজায় রেখে আমাদের অংশীদারদের সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সকল সরবরাহকারীকে জেটিআই-এর সাপ্লয়ার স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে এবং এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমরা আমাদের সরবরাহকারীদের প্রত্যায়িত করে থাকি।
জেটিআই-এর ‘অ্যাগ্রিকালচারাল লেবার প্র্যাকটিসেস (এএলপি) কার্যক্রমটি আমাদের তামাক পাতা উৎপাদনকারী ও তামাক পাতা ব্যবসায়ীদের কাজে শ্রম চর্চা উন্নয়নের উপর জোর দেয় এবং কর্মীর অধিকার; সুস্বাস্থ্য ও নিরাপত্তা এবং শিশু শ্রম বিষয়ে কাজ করে।
আমাদের সকল ব্যবসায়িক অংশীদার আমাদের প্রতিষ্ঠানের সততা ও শুদ্ধতার সুনাম অক্ষুন্ন রেখে তামাকজাত পণ্যসমূহ ক্রয় অথবা পরিচালনা করছে, তা নিশ্চিত করার জন্য আমরা ডিড ডিলিজেন্স প্রক্রিয়া সম্পন্ন করি।