একজন জেটিআই কর্মীর কাছে এর গুরুত্ব কী?
স্বচ্ছ প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কে ধারণা রাখা এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা আমার দায়িত্ব।
সকল কার্যক্রমে, আমি নির্ধারণ করি যে; জেটিআই-এর বাণিজ্যিক কৌশল ও কার্যক্রম প্রতিযোগীদের কাছ থেকে স্বাধীন। আমি শুধুমাত্র জেটিআই-এর সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করি, কোনভাবেই প্রতিযোগিদের কাছ থেকে কোন পরামর্শ, সহযোগিতা গ্রহণ করি না কিংবা তাদের সাথে কোন চুক্তি করি না; এমনকি কোন প্রতিযোগিতামূলকভাবে সংবেদনশীল। কোন তথ্য বিনিময় করি না।
আমি নিশ্চিত করি যে, আমাদের গ্রাহকরা নিজেদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং তারা কীভাবে ব্যবসা পরিচালনা কিংবা বাজারে কীভাবে প্রতিযোগিতা করতে চায়, এসব বিষয়ে তারা সম্পূর্ণ স্বাধীন।
প্রতিযোগিতামূলকভাবে সংবেদনশীল যেকোন তথ্য রক্ষণাবেক্ষণ এবং যোগাগের বিষয়ে আমি অত্যন্ত যত্নবান এবং নিশ্চিত করি যে, তা সুরক্ষিত আছে ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
আমার ব্যবসায়িক অঞ্চলে প্রতিযোগিতা-বিরোধী কোন আচরণ হয়েছে মনে হলে কিংবা প্রতিযোগিতা আইন বিষয়ক কোন প্রশ্ন থাকলে অথবা আমার কাজের সাথে এর সম্পৃক্ততা সম্পর্কে ধারণা পেতে হলে, আমি তাৎক্ষণিক লিগ্যাল টিমেরকোন সদস্যের সাথে সে বিষয়ে পরামর্শ করি।